১ নভেম্বর জাতীয় যুবদিবস। ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য সারাদেশে পালিত হচ্ছে দিবসটি। দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়অংশই যুবা, যাদের সুপ্রশিক্ষিত করতে পারলেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনের পথে সহজ হবে। এই পথ প্ররিক্রমায় যুক্ত হয়েছে ট্রান্সজেন্ডার ও হিজড়া যুবারা। তারা প্রতিনিয়ত কাজ করে চলছে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে। কেবল ইতিবাচক দৃষ্টিভঙ্গি পারে তাদের এই প্রচেষ্টাকে আরো সমুন্নত করতে। ট্রান্সজেন্ডার ও হিজড়া যুবাদের মানসিক এবং আর্থ-সামাজিক উন্নয়নে @NOREC’র সহযোগিতায় কাজ করছে বন্ধু।