‘বাড়িয়ে দাও হাত’- ট্রান্সজেন্ডার, হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর পাশে দাঁড়াই
২০২০ সালের মার্চ মাসে কোভিড-১৯’র মহামারি বৈশ্বিক পরিস্থিতি পুরোপুরি বদলে দিচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশের ট্রান্সজেন্ডার, হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর লকডাউনে তাদের নিত্য আয়ের উৎস বন্ধ হয়ে যায়। ফলে, আর্থিক ও মানসিকভাবে বিপদগ্রস্থ হয়ে যায় অবহেলিত ও বঞ্চিত এই জনগোষ্ঠী।
বিগত এক বছরে বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহায়তা ও প্রাতিষ্ঠানিকভাবে মোট ১২ হাজার ৩২১জন ট্রান্সজেন্ডার, হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সদস্যর হাতে ত্রাণ, আর্থিক প্রণোদনাসহ জরুরী সামগ্রী পৌঁছে দিয়েছে বন্ধু সোশ্যাল ওয়েরফেয়ার ওসাসইটি (বন্ধু)। আর বন্ধু’র পরোক্ষ সহযোগিতায় ত্রাণ ও জরুরী সামগ্রী পেয়েছে আরো ১০ হাজার ২৭৫জন কমিউনিটি সদস্য।
তৃতীয় পর্যায়ে কোভিড-১৯’র বিপর্যয়, বন্যা ও ঈদ, সব মিলে বর্তমান পরিস্থিতিতে আবারো দিশেহারা হয়ে পরেছে কর্মহীন ট্রান্সজেন্ডার, হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠী। আসুন যতোটুকু সম্ভব, আমাদের সাধ্য অনুযায়ী এই প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াই-
বিকাশ নম্বর: (+৮৮) ০১৭১৭-৯৬৬০২১ (পার্সোনাল)
ব্যাংক হিসাব নাম: বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি-কোভিড-১৯
ব্যাংক হিসাব নম্বর: ১০৮ ১২০ ০০০ ৫২৪৯
ব্যাংক নামঃ ডাচ-বাংলা ব্যাংক লিঃ, শান্তিনগর ব্রাঞ্চ, ঢাকা
সুইফট কোডঃ ডিবিবিএল বিডিডিএইচ
ব্রাঞ্চ রুটিংঃ ০৯ ০২ ৭৬ ৩৪৯
যোগাযোগ: info@bandhu-bd.org; ruhul@bandhu-bd.org; +8801719153575 (Communication).