16 Days of Activism’ লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে একটি বার্ষিক প্রচারাভিযান যা ২৫ নভেম্বর নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবসে শুরু হয় এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মধ্য দিয়ে শেষ হয়।
সুশীল সমাজের নেতৃত্বে, ২০৩০ সালের মধ্যে নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধের উদ্যোগে সেক্রেটারি জেনারেলে UNiTE-এর মাধ্যমে জাতিসংঘের প্রচারাভিযানটি সমর্থন করে। জাতিসংঘ ২০২২ সালে এই দিবস পালনে নিন্মোক্ত প্রতিপাদ্য ঘোষণা করে – “UniTE! নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধে সক্রিয়তা”।
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এরই সাথে সংহতি প্রকাশ করে সকলের প্রতি ট্রান্সনারীসহ বিভিন্ন লৈঙ্গিক পরিচয়ভিত্তিক নারী ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধে সক্রিয় হওয়ার আহবান জানাচ্ছে।
Red, White, & Black Domestic Violence Poster (2)